রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


41) সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলে?
A) H2SO4
B) HCl
C) HNO3
D) HI

42) তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেয়া হয়--
A) রুপা
B) জিংক
C) নিকেল
D) টিন

43) কোনো পদার্থের পারমাণবিকভর 4 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্ক ভার—
A) 12
B) 24
C) 16
D) 28

44) ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
A) পরিস্রুত জল উৎপাদনে
B) পানীয় জল উৎপাদনে
C) পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে
D) হাইড্রোজেন বোমা তৈরিতে

45) কোন মৌলের সমতুল্য ভর ও যোজ্যতার গুণফলকে কি বলে?
A) পারমাণবিক ভর
B) বাষ্পীয় ঘনত্ব
C) আপেক্ষিক তাপ
D) আনবিক ভর

46) পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কোনটি?
A) হিলিয়াম
B) ভারী জল
C) ইউরেনিয়াম-235
D) গ্রাফাইট

47) কোনও পদার্থের পারমাণবিক সংখ্যা 15 হলে তার সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত?
A) 7
B) 5
C) 3
D) 1

48) পারমাণবিক সংখ্যা 17 এরকম একটি মৌল হল?
A) একটি বিরল গ্যাস
B) একটি হ্যালোজেন গ্যাস
C) একটি ক্ষারীয় ধাতু
D) একটি অবস্থান্তর ধাতু বা ট্রানসিশন মেটাল

49) পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয় ?
A) ন্যানোমিটার
B) মিলিমিটার
C) সেন্টিমিটার
D) মাইক্রোমিটার

50) নিম্নতম উপাদানের মধ্যে কোনটির পারমাণবিক ভর সবচেয়ে নিম্ন ?
A) নাইট্রোজেন
B) হিলিয়াম
C) লিথিয়াম
D) হাইড্রোজেন

51) ফসফরাসের পারমাণবিকতা কত ?
A) বহু -পারমাণবিক
B) এক- পারমাণবিক
C) দ্বি-পারমানবিক
D) ত্রি- পারমাণবিক

52) ইউরেনিয়ামের পারমাণবিক ওজন কত?
A) 242
B) 226
C) 238
D) 237

53) জল একটি
A) আম্লিক অক্সাইড
B) ক্ষারকীয় অক্সাইড
C) উভধর্মী অক্সাইড
D) প্রশম অক্সাইড

54) উষ্ণ প্রস্রবনের জলে নিম্নের কোন গ্যাস থাকে--
A) কার্বন ডাই অক্সাইড
B) অক্সিজেন
C) হাইড্রোজেন
D) হাইড্রোজেন সালফাইড

55) প্রডিউসার গ্যাস হল কোন দুটি গ্যাসের মিশ্রণ?
A) কার্বন মনো অক্সাইড ও নাইট্রোজেন গ্যাস এর মিশ্রণ
B) কার্বন মনো অক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ
C) কার্বন ও জলের মিশ্রণ
D) হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মিশ্রণ

56) ভ্যানিশিং রং তৈরি করা হয় ফিনালপথ্যালিন সঙ্গে নিচের কোনটা মিশিয়ে?
A) কার্বন ডাই-অক্সাইড মিশ্রিত জল
B) সালফিউরিক অ্যাসিড
C) কস্টিক সোডার দ্রবন
D) অ্যামোনিয়ার লঘু দ্রবন

57) নিচের কোন যৌগটিতে Ionic bond, Covalent bond এবং Coordinate bond তিনটিই দেখা যায় ?
A) জল
B) অ্যামোনিয়াম ক্লোরাইড
C) সালফার ট্রাই অক্সাইড
D) সালফার ডাই অক্সাইড

58) নিচের কোনটি একটি উভধর্মী অক্সাইড ?
A) ম্যাগনেসিয়াম অক্সাইড
B) কার্বন ডাই অক্সাইড
C) আয়রন অক্সাইড
D) অ্যালুমিনিয়াম অক্সাইড

59) বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত?
A) ক্যালসিয়াম ক্লোরাইড
B) সিলিকন ডাই অক্সাইড
C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
D) অ্যালুমিনিয়াম সিলিকেট

60) যখন হাইড্রোক্লোরিক এসিড সোডিয়াম বাই কার্বনেট এর সঙ্গে মিশ্রিত হয় তখন নিম্নের যে গ্যাস উৎপন্ন হয়--
A) ক্লোরিন
B) কার্বন ডাই অক্সাইড
C) কার্বন মনোক্সাইড
D) নাইট্রোজেন